দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মাথাভাঙ্গা পঞ্চানন মোড়ের ব্যবসায়ী।

0
320

মনিরুল হক, কোচবিহার: শীত পড়েছে, গায়ে দেবার এক টুকরো শীতবস্ত্রের অপেক্ষায় থাকে দুস্থ এবং গরীব মানুষরা। দুঃস্থ ব্যক্তিদের কথা মাথায় রেখে এবছর পঞ্চানন মোড়ের এক ব্যবসায়ী উজ্জ্বল শীল শর্মা বেশকিছু দুঃস্থ পুরুষ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী। শীতবস্ত্র হাতে পেয়ে দুঃস্থ ব্যক্তি সুরতন বেওয়া, জয়নাল মিয়া, মাখন শীল শর্মা প্রভৃতি ব্যক্তিরা বেশ খুশি।

তারা বলেন, শীতের সময় খুব কষ্ট করি। ধনী ব্যক্তিরা দামি দামি শীত বস্ত্র পরিধান করে শীত নিবারণ করে। অর্থের অভাবে আমরা তো পারি না। তাই সহৃদয় ব্যক্তিদের জন্য অপেক্ষা করে থাকি কবে আমাদের হাতে শীতবস্ত্র তুলে দেবে।

ব্যবসায়ী উজ্জ্বল শীল শর্মা বলেন, প্রতিবছর আমি কিছু ব্যক্তিদের শীত বস্ত্র তুলে দেই। এবার চতুর্থ বছর, এবার অন্যথা হয়নি, গরিব ব্যক্তিদের ডেকে এনে তাদের হাতে বেশ কিছু কম্বল তুলে দেই। আমার এটা ভালো লাগে। ভবিষ্যতে এই কর্মসূচি আমি ব্যক্তিগতভাবে চালিয়ে যাব বলে জানান উজ্জ্বল বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here