বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার খয়রাশোলে থানা ঢিলছোড়া দূরত্বে পরপর দুটি দোকানে চুরির ঘটনায় খয়রাশোল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে বাবুইজোর থেকে পাচরা ও লোকপুর থেকে পাচরা দুই রাস্তায় পথ অবরোধ মঙ্গলবার সকাল থেকে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। খয়রাশোল ব্যবসায়ী সমিতির দাবি অবিলম্বে নিরাপত্তা বাড়াতে হবে খয়রাশোল এলাকায়। সাথে সাথে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে হবে পুলিশকে। উল্লেখ্য, রাতের অন্ধকারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পরপর দুটি দোকান চুরি ঘটনা ঘটে সোমবার গভীর রাতে। মঙ্গলবার সকালে দোকানের মালিকরা এই ঘটনা লক্ষ্য করে খয়রাশোল থানায় খবর দেন। পরপর তদন্তে নেমেছে পুলিশ।