সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – মঙ্গলবার সাত সকালেই লোকালয়ে বাঘের পায়ের টাটকা ছাপ দেখা যায়। অনুসন্ধান করতে যেতেই ধান ক্ষেতের মধ্যে বাঘের উপস্থিতি বুঝতে পারেন গ্রামের মানুষজন। ফলে ভয়ে আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের কুলতলি ব্লকের ভুবনেশ্বরী গ্রামের নস্কর ঘেরি এলাকায়। এদিন স্থানীয় মানুষ গ্রামের ধান খেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। মুহূর্তে গ্রামে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়তেই ঘরে ঘরে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি বাঘ টি গ্রামের একটি ধান ক্ষেতে লুকিয়ে রয়েছে। গ্রামের লোকজন একত্রিত হয়ে লাঠি সোটা নিয়ে ওই ধান ক্ষেতের চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন। যাতে কোনোভাবেই বাঘ টি গ্রামের কোন বাড়িতে ঢুকতে না পারে। এদিকে গ্রামে বাঘ ঢোকার খবর পেয়েই বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা নদী পথে জাল,ঘুম পাড়ানি বন্দুক নিয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন। জাল দিয়ে গোটা ধান ক্ষেত ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে। বাঘ ঢোকাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় মৈপীঠ উপকূল থানার বিশাল পুলিশ বাহিনী। বাঘের আতঙ্কে বর্তমানে গ্রামে টান টান উত্তেজনা রয়েছে। আশেপাশের গ্রামের মানুষও ভিড় করছেন বাঘ কে বন্দী করা দেখতে।