বাঁকুড়া পৌরসভার উদ্যোগে নির্মিত ভবঘুরে দের শান্তি নীড়ে শান্তিতে ভবঘুরে রা।

0
195

সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের উদ্যোগে বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্র মাচান তলাতে বাঁকুড়া পৌরসভার উদ্যোগে তৈরি হয় ভবঘুরে দের জন্য শান্তি নীড়ে।

সহায় সম্বল হীন মানুষদের আশ্রয় স্থল।

দূর দুরান্তের মানুষ একটু আশ্রয়, খাদ্যের জন্য আশ্রয় পেয়েছে এই শান্তি নীড়ে।

পরিবার থাকা সত্বেও পরিস্থিতির চাপে এনারা গৃহ হীন, আশ্রয় হীন।

বর্তমানে প্রায় ৩৫ জন আবাসিক স্বেচ্ছাসেবী সংস্থা ফ্রেন্ডস অফ্ পোর এর তত্ত্বাবধানে শান্তিতে জীবন যাপন করছে।

এদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, বাঁকুড়া পৌরসভা, জেলা পুলিশ ও প্রশাসন।

এর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সহৃদয় ব্যক্তি এদের সাহায্যার্থে এগিয়ে আসে।

বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী সর্বজিত সেন আবাসিকদের শীত বস্ত্র উপহার দেন ও মিষ্টি মুখ করান।

এই এই উপলক্ষ্যে শান্তিনীড়ে উপস্থিত ছিলেন বাঁকুড়া টাউন বাবু, সর্বজীত সেন ,স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য গণ ও সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তি গণ।

সর্ব জীত বাবু ও টাউন বাবু এই শান্তি নীড়ের আবাসিকদের খুশিতে খুশি ও আপ্লুত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here