বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার নেতৃত্বে এক উদ্দীপ্ত সুবিশাল মিছিল।

0
187

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের সাথে আজ কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ পেট্রোপণ্যে সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ, শূন্য পদে স্থায়ী নিয়োগ, নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া, প্রতিহিংসা পরায়ন বদলীর আদেশনামা প্রত্যাহার ও রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সাম্প্রদায়িক বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার নেতৃত্বে এক উদ্দীপ্ত সুবিশাল মিছিল হয়। মিছিলটি কর্মচারী ভবনের সামনে থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার কর্মচারী ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, দাবিগুলি না মেটা পর্যন্ত লড়াই চলবে। দাবি না মিটলে দাবি আদায়ের লক্ষে এবং রাজ্য সরকারের সীমাহীন বঞ্চনার বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here