জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভাল্লুকের খোঁজে এবার জলপাইগুড়ি জেলাশাসকের বাংলোতে বাজী তল্লাশি চালালো বনদপ্তর। দীর্ঘক্ষন ধরে তল্লাশী চালিয়েও ভাল্লুকের দর্শন না পেয়ে চলে গেল বনকর্মীরা। এদিন এলাকায় তল্লাশী অভিযানে নামেন জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডি এফ ও অংশু যাদব। সাথে ছিলেন অন্যান্য আধিকারিক ও পরিবেশ কর্মীরা।