বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- জেলাবাসীকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশ। সারা রাজ্য জুড়ে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গেছে। গত কয়েক বছরে যেভাবে পথ-দুর্ঘটনা, বিশেষ করে বাইক দুর্ঘটনা বেড়ে গিয়েছিল, তা গত কয়েক মাসে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে। আর রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের পরই যে এই দুর্ঘটনার সংখ্যা কমেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আজ বীরভূম জেলার সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল। এদিন সদাইপুর থানা থেকে একটি সুসজ্জিত ট্যাবলো সহকারে রাণীগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি পদযাত্রা করা হয়। এই পদযাত্রায় অংশ নেন বীরভূম জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক আখতার আলি, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ অন্যান্য অফিসাররা। এদিন পথ নিরাপত্তা বিষয়ে নানান স্লোগানের মধ্য দিয়ে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি আজ সদাইপুর থানার সন্নিকটে জাম্বুনি বাসস্ট্যাণ্ড বিনা হেলমেটে যাতায়াতকারী ব্যক্তিদের সচেতন করা হয় এবং যে সমস্ত ট্রাক গুলো ঐ রাস্তার ওপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত ট্রাকের চালকদের চকলেট তুলে দেওয়া হয়। তাছাড়াও যে সমস্ত যাত্রীবাহী বাসের ওপরে মানুষজন চেপে ছিলেন তাঁদের নামীয়ে বাসের ভেতরে করা হয়।