স্কুলপড়ুয়াদের নিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফ এর সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো নবদ্বীপে।

0
327

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- স্কুলপড়ুয়াদের নিয়ে সেভ ড্রাইভ সেফ লাইফ এর সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো নবদ্বীপে।
নবদ্বীপ থানার উদ্যোগে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সভা কক্ষে নবম ও একাদশ শ্রেণিতে পাঠরত পঞ্চাশ জন পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো পথ সচেতনতামূলক সেভ ড্রাইভ সেফ লাইফ এর কর্মশালা। পথদুর্ঘটনার কারনে জীবনহানি রুখতে এই দিনের কর্মশালায় উপস্থিত হয়ে ছাত্রদের মধ্যে পথ সচেতনতা মূলক আলোচনা করেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আরক্ষা আধিকারিক দেবাশীষ চট্টোপাধ্যায়। আরক্ষা আধিকারিক ছাড়াও এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ থানায় কর্মরত পুলিশ আধিকারিকেরা। পথ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পথে-ঘাটে চলার সময় কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, যা ভবিষ্যতে পথ দুর্ঘটনা ও জীবনহানি মত ঘটনা থেকে রক্ষা পেতে পারে সাধারণ পথচলতি মানুষজন মূলত সেই বিষয়ে স্কুল পড়ুয়া ছাত্রদের মধ্যে এই দিনের কর্মশালা থেকে সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা। পাশাপাশি এই দিন প্রজেক্টরের মাধ্যমে ছাত্রদের সামনে পথ দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here