নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- হাতির হামলায় গুরুতর আহত হলএক ব্যক্তি।ওই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৬ নম্বর অঞ্চলের ভিকনগর এলাকায়।জানা গিয়েছে সোমবার রাতে বছর ৪৫ এর পিন্টু গুড়িয়া নামে এক ব্যক্তি শিলাবতী নদীতে মাছ ধরার সময় হাতির হামলার মুখে পড়ে। ওই ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি, এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে মঙ্গলবার তাকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে কর্মরত চিকিৎসক। হাতি হামলা চালানোর পাশাপাশি একটি বাড়ির আংশিক ক্ষতি করে। যার ফলে হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছে ওই এলাকার বাসিন্দারা।ওই এলাকার বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানিয়েছেন। প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির দলের তাণ্ডব অব্যাহত রয়েছে।হাতির হামলায় প্রাণহানির ঘটনা যেমন ঘটছে,তেমনি ফসলের ও ক্ষতি করছে হাতির দল।তাই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির দল তাণ্ডব চালিয়ে যাচ্ছে।