আগামী ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার নদিয়ায় প্রশাসনিক বৈঠক করতে জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
225

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার নদিয়ায় প্রশাসনিক বৈঠক করতে জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জেলা সদর শহর কৃষ্ণনগরে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রশাসনিক বৈঠকের উপস্থিত থাকবেন। তারি প্রস্তুতি হিসেবে যুদ্ধকালীন তৎপরতায় সেজে উঠেছে কৃষ্ঞনগর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ। প্রশাসনিক সভায় উপস্থিত থেকে এই দিন নদীয়া জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ কৃষ্ণনগর শহরকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here