নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ- আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত দুর্গম বক্সা পাহাড়ের গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের জন্য বুধবার থেকে চালু হল পালকি আ্যম্বুলেন্স পরিষেবা। এই প্রথমবার বক্সা পাহাড়ে পালকি আ্যম্বুলেন্স পরিষেবা চালু হল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৬০০ ফুট উপরে স্থিত প্রত্যন্ত বক্সা পাহাড়ের অসুস্থ রোগীদের ও গর্ভবতী মায়েদের এতদিন হাসপাতালে নিয়ে যেতে হলে বাঁশের মধ্যে কাপড়ের দোলনা মত বানিয়ে নিয়ে আসতে হত, এতে খুবই সমস্যা মধ্যে পড়তে হত গর্ভবতী মায়েদের। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর ও ফ্যামিলি প্লানিং অফ ইণ্ডিয়া যৌথ উদ্যোগে পালকি আম্বুলেন্স পরিষেবা চালু হল। এদিন আনুষ্ঠানিক ভাবে এই পালকি আ্যম্বুলেন্স চালু হয় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা,
আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত দুর্গম বক্সা পাহাড়ের গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের জন্য...