নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- সরকারি বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সমস্যার মুখে পড়তে হচ্ছে দুই মেদিনীপুর জেলার কাঠ ব্যবসায়ীদের, যাতে সেই সমস্যার সমাধান করা যায় সেই দাবি দাবা নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বনদপ্তর অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল কাঠ ব্যবসায়ী সংগঠন, তাদের বক্তব্য সমস্ত সরকারি নথি থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে হয়রানি হতে হচ্ছে তাদের, এই বিষয় নিয়ে এদিন স্মারকলিপি প্রদান করা হয়, পাশাপাশি জানানো হয় আগামীদিনে যদি তাদের দাবি না মানা হয় তাহলে নিহত আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সমস্ত কাঠ ব্যবসায়ীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা একাধিক দাবি দাবা নিয়ে বেলদা বনদপ্তরে স্মারকলিপি প্রদান করল কাঠ ব্যবসায়ীরা।