নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ওমিক্রণের আতঙ্ক হোক বা আসন্ন পৌর নির্বাচনের তাগিদ। প্রতিদিনের নিয়মিত ভ্যাক্সিনেশন বাদেও বাড়তি শান্তিপুর পৌরসভার পরপর তিন দিনে 15000 মেগা ভ্যাকসিন ক্যাম্প করার পরেও আজ একদিনে সর্বোচ্চ 5000 সাধারণ মানুষের দ্বিতীয় ডোজের ব্যবস্থা শান্তিপুর পৌরসভার। যদিও পৌর প্রশাসক সুব্রত ঘোষ জানান এর আগেও একাধিকবার একদিনে সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করা সংখ্যায় বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে।
এদিন সমগ্র পৌরসভার 3 পাশ দিয়ে রাস্তায় বিরাট লাইন লক্ষ্য করা যায় কাকভোর থেকেই। পৌরসভা থেকে কুপন দেওয়া হলেও নিজেদের বাড়ির কাছাকাছি এ ধরনের চারটি সেন্টার থেকে প্রতিষেধক সংগ্রহ করছেন সাধারণ মানুষ।
তবে সাধারণ মানুষের মধ্যে জল্পনা, আসন্ন পৌরসভা ভোট উপলক্ষে 100% লক্ষ্যমাত্রায় পৌঁছাতেই এই ব্যবস্থা। যদিও শান্তিপুর বিধানসভা উপনির্বাচন সম্পন্ন হয়েছে বেশ কিছুদিন আগেও, আর তখনও জেলা প্রশাসন তৎপর ছিলো 100% ভ্যাকসিনেশনের দিকে।
Home করোনা ভাইরাস করোনা প্রতিষেধক টিকার একদিনে পাঁচ হাজার দ্বিতীয় ডোজের ব্যবস্থা শান্তিপুর পৌরসভার।