জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা :: জলপাইগুড়ি শহরে মঙ্গলবার থেকে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছে তারই মধ্যে জলপাইগুড়ি রেসকোস পাড়া এলাকায় অজানা পশুর আচোর কে ঘিরে আতঙ্ক
ছড়িয়েছে ।বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত বনদপ্তর এর কর্মীরা। গত মঙ্গলবার থেকে জলপাইগুড়ি তিস্তা উদ্যান এক অজানা পশু অর্থাৎ ভাল্লুক কে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ।শত চেষ্টার পরেও সেই ভালুককে খাঁচা বন্দি করা সম্ভব হয়নি ।তারি মাঝে বুধবার দিন সকালবেলা জলপাইগুড়ি রেসকোস পাড়া এলাকায় একটি বাড়ির উঠোনের পাশে নরম মাটিতে কিছু আচরের দাগ দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকেরা ।হইচই পড়ে যায় এবং ঘটনাস্থলে উপস্থিত হয় বনদপ্তর এর কর্মীরা । তারা জানান নরম মাটি যদি এখানে ভাল্লুক আসত তাহলে তার পায়ের ছাপ পড়তো কিন্তু এখানে কোন পায়ের ছাপ নেই শুধু কয়েকটি আচর , এটা কোন বড় কুকুর বা বেড়ালের কাজ। এছাড়াও তিনি বলেন এলাকাবাসীরা যাতে আতঙ্কিত না হয় এবং আতঙ্ক না ছড়ায়।