তেলের ট্যাঙ্কার থেকে পড়ে মৃত্যু খালাসির।

0
299

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – তেলের ট্যাঙ্কার থেকে পড়ে মৃত্যু হল এক খালাসির। মৃতের নাম হাফিজ সেখ ওরফে সাদ্দাম(৩৫)। মৃতের বাড়ি বজবজ এ।ঘটনাটি ঘটেছে মঙ্গল দুপুরে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন কাঁঠালবেড়িয়া এলাকার একটি পাম্পে তেল ভরছিলেন ওই যুবক। তেল ভরার পর গাড়ির উপরে উঠে ট্যাঙ্কার ঢাকনা লাগাচ্ছিলেন। সেই সময় আচমকা নীচে পড়ে যায়। তার মাথায় ও পায়ে চোট লাগে।স্থানীয়রা এবং গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার কে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।রাতেই ক্যানিং মহাকুমা হাসপাতালে মৃত্যু তার।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অন্যদিকে কি ভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here