মনিরুল হক, কোচবিহারঃ একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা এবার ওভার ব্রীজ অবরোধ করে বিক্ষোভ দেখাল। আজ নিউ কোচবিহার লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের ওভার ব্রীজে ওই অবরোধ করা হয়। সকাল সাড়ে ১১ টা থেকে ওই অবরোধ শুরু হলে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে পুন্ডিবাড়ি থানার পুলিশ গিয়ে ওই অবরোধ তুলে দেয়।
অবরোধকারীদের অভিযোগ, ওই এলাকায় ওভার ব্রীজ হওয়ার পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি স্থানীয় যুবক সুবীর দাস দুর্ঘটনার কবলে পরে মারা যান। ওভার ব্রীজে আলো না থাকায় তীব্র গতিতে ছুটে যাওয়া যানবাহন গুলো দুর্ঘটনা ঘটায়। সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে ঘাতক গাড়ি গুলো পালিয়ে বেচে যায়। এই অবস্থায় দুর্ঘটনা বন্ধ করতে সিসিটিভি ক্যামেরা, আলোর ব্যবস্থা এবং যানবাহনের গতি কমিয়ে আনার জন্য পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়ে এই অবরোধ করা হয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন। তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে টানা অবরোধ করতে বাধ্য হবেন বলেও বাসিন্দারা কার্যত হুমকি দিয়েছেন।