আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্রামে হরিণ উদ্ধার। এদিন সকালে ওই হরিণ টিকে দেখতে এলাকায় ভিড় জমা হয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসীরা বন দফতরে খবর দিলে ঘটনাস্থলে আসেন চিলাপাতার রেঞ্জের বনকর্মীরা। চিলাপাতার রেঞ্জের বনকর্মীরা জানান, এটি হরিণের এক প্রজাতি যা সম্বর নামে পরিচিত। এবং এর বয়স আনুমানিক প্রায় ৩ বছর। এই সম্বর কে উদ্ধার করে চিলাপাতার জঙ্গলে ছাড়া হবে বলে জানান তারা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্রামে হরিণ...