জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা :: ভাল্লুক ধরা না পড়ায় বুধবার প্রাতভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো জলপাইগুড়ি পৌরসভা।
মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কিং সাহেবের ঘাট সংলগ্ন ক্লাব রোড এলাকায় ভাল্লুক দেখা পাওয়ার খবরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে।
ঘটনায় জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে খোদ ভাইস চেয়ারপার্সন সৈকত চ্যাটার্জী রাস্তায় নেমে মাইকিং করে এলাকাবাসীদের ঘর থেকে না বের হতে অনুরোধ করার পাশাপাশি বুধবার সকালে জলপাইগুড়ি শহরে যারা মর্নিং ওয়াক করতে বের হয় তাদের মর্নিং ওয়াক করতে বের হতে মানা করা হয়েছে।
অপরদিকে ভাল্লুকটি তিস্তা পার ধরে জেলাশাসকের বাংলো হয়ে তিস্তা উদ্যানে ঢুকেছে কিনা তা নিশ্চিত হতে রাতে জেলাশাসকের বাংলো এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতির সরজমিন তদন্ত করে ঘটনার পুনঃ নির্মান করে দেখলেন বনদপ্তরের ডি এফ ও দের একটি দল। দলে ছিলেন বন্যপ্রাণী বিভাগের ডি এফ ও অংশু যাদব, টেরিটোরিয়াল এর ডি এফ ও মৃদুল কুমার, উদ্যান ও কানন শাখার ডি এফ ও অঞ্জন গুহ সহ অন্যান্যরা। একইসাথে উত্তরবঙ্গের বিভিন্ন রেঞ্জ থেকে বনকর্মী ও ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের এনে রাতেই নতুন করে তল্লাশি শুরু করেছে বনদপ্তর।