নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের পুনর্বাসনের দাবি সহ একাধিক সংস্থার দাবি তুলে মুখ্যমন্ত্রীর প্রতিনিধির সাথে দেখা করতে না পেরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মালদা জেলা বামফ্রন্টের। মুখ্যমন্ত্রীর সফরের মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধির কাছে স্মারকলিপি জমা দেওয়ার আবেদন জানিয়েছিল মালদা জেলা বামফ্রন্ট। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়ার পরেও নির্দিষ্ট সময়ের জেলা প্রশাসনিক ভবনে কোন মুখ্যমন্ত্রীর প্রতিনিধির না থাকায় স্মারকলিপি জমা দিতে পারলেন না বামফ্রন্ট। তারই জেরে বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে প্রসেন বামফ্রন্টের নেতারা। কোন আধিকারিক কে না পেয়ে জেলাশাসকের অফিসের দরজায় স্মারকলিপি ঝুলিয়ে দেন বামফ্রন্টের নেতারা। তারপর জেলা প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ চালায় দীর্ঘক্ষন। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এদিন বামফ্রন্টের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে ফারা মরে দীর্ঘক্ষন অবস্থান বিক্ষোভ দেখানো হয়।