পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুর থানার এক নম্বর ব্লকের বিশ্বনাথপুর এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল নাগাদ বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে আজ সকালে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। এরপর এলাকাবাসীদের তৎপরতায় খবর দেওয়া হয় পটাশপুর থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম বাপী নায়ক।বয়স আনুমানিক ৩০ বছর, জানা গিয়েছে ওই মৃত যুবক পেশায় রিস্কা চালক, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পটাশপুরের বিশ্বনাথপুর এলাকায়,তদন্তে পুলিশ।