আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ রেলী বের হয়। ইন্দাস থানা থেকে শুরু করে ইন্দাস হাসপাতাল প্রদক্ষিণ করেন পুলিশকর্মীরা তার পাশাপাশি সাধারণ মানুষকে হেলমেট পড়ার কথা বলেন এবং আরো বলেন নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে নিজে হেলমেট পরুন এবং সহযাত্রী কে হেলমেট পড়ে গাড়ি চালানোর অনুরোধ করেন । মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে নিষেধ করার অনুরোধ জানায় ইন্দাস থানার পক্ষ থেকে । এই পথ নিরাপত্তা সপ্তাহ রেলীতে ইন্দাস
থানার পুলিশ কর্মীরা পা মেলান
সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।