নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- দীর্ঘদিন থেকে বৃষ্টির জল জমে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিভিন্ন এলাকায়। তার উপর আবার বয়ে গেল ঘূর্ণিঝড় জাওয়াদ। তবে ঝড়ের প্রভাব না পড়লেও অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত নিঃস্ব হয়ে পড়েছে এলাকার চাষিরা, ফলে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে এলাকার চাষীদের,তাই কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ঘাটালে বিজেপির ডেপুটেশন কর্মসূচি। ঘাটাল বিধানসভার পক্ষ থেকে এটি একটি ডেপুটেশন কর্মসূচি ঘাটাল মহকুমা আধিকারিকের দপ্তরে।
উপযুক্ত ক্ষতিপূরণ সহ চাষীদের ঋণ মুকুব করার দাবি জানান ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রামকুমার দে।সেই সঙ্গে তিনি আরো জানান দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা চাষিরা কেন বঞ্চিত হয়েছে সে বিষয়ে রাজ্য সরকারকে জবাব দিতে হবে।এইদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট, নাটক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সহ একাধিক নেতৃত্বে নেতাকর্মীরা।ঘাটাল এক নম্বর চাতাল থেকে মিছিল করে SDO অফিসে গিয়ে ডেপুটেশন দেন ঘাটাল বিধানসভার বিজেপি নেতৃত্ব। এইদিন এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়েছেন, তবে আগামী দিনে এলাকার চাষীদের ক্ষতিপূরণ না দিলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি নেতৃত্ব এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কর্মীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা অতি ভারী বৃষ্টিপাতের ফলে ঘাটালে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বিজেপির মিছিল ও গন...