অস্বাভাবিক ভাবে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গড়বেতার করমশোলে।

0
208

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- এক মহিলার অস্বাভাবিক ভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৬ নম্বর শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের করমশোল এলাকায়,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম শ্যামলী মিদ্যা,বয়স আনুমানিক ৪৬ বছর,পরিবার সূত্রে জানা যায় গতকাল অর্থাৎ বুধবার দুপুর নাগাদ গবাদি পশুর জন্য জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলেন,তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি,বহু খোঁজাখুঁজির পর অবশেষে বৃহস্পতিবার ভোর নাগাদ তাঁর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা,খবর দেওয়া হয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশকে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে,অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি পরিবারে নেমে আসে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here