গোপীবল্লভপুর দুই ব্লকের রামচন্দ্রপুর গ্রামে খরিশ সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

0
130

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের রামচন্দ্রপুর গ্রাম উৎপল দের বাড়ির সামনে একটি বিষাক্ত খরিশ সাপকে ঘোরা ফেরা করতে দেখে তার পরিবারের লোকেরা।যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিষাক্ত খরিশ সাপ টি কে না মেরে উৎপল দে স্থানীয় এক সাপুড়ে কে বিষয় টি জনায়।খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষাক্ত খরিশ সাপটি কে ধরে ওই সাপুড়ে স্থানীয় গভীর জঙ্গলে ছেড়ে দেয়।উৎপল দে জানান এলাকায় বিষাক্ত সাপ এর উৎপাত শুরু হয়েছে।বাড়ির মধ্যে সাপ ঢুকে পড়ে।যে কোন সময় বিপদ ঘটতে পারে।কয়েক দিন আগে এলাকার এক যুবক কে সাপ কামড়ে দেয়।তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে কোনোক্রমে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা হয়। সেই সঙ্গে তিনি বলেন এলাকায় প্রচুর বিষাক্ত সাপ রয়েছে। তা সত্ত্বেও আমরা সাপকে না মেরে সাপুড়ে ডেকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। তবে যেভাবে এলাকায় সাপের উপদ্রব বাড়ছে তাতে ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান। সামনেই রয়েছে কুয়ারী খাল। সেইখাল থেকেই সাপ লোকালয়ে ঢুকে পড়ছে বলে তিনি জানান।তাই ওই বিষাক্ত খরিশ সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here