মনিরুল হক, কোচবিহার: ডিজিটাল ইন্ডিয়ার মধ্য দিয়ে অনলাইন পদ্ধতি চালু হলো কোচবিহার জেলার দুটি মোটর ভিকেলস চেক পোস্টে । বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ, কোচবেহার জেলার শেষ প্রান্ত ১৭ নং জাতীয় সড়ক বারোকোদালী মটোরভিকেলস চেকপোস্ট ও বারোবিশার নাজিরান দেওতিখাতা মোটর ভিকেলস চেকপোস্টেরও অনলাইন সিস্টেম এর উদ্বোধন হয় এদিন। এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নীল-সাদা বেলুনের সাজিয়ে তোলা হয় মোটর ভিকেলস চেকপোস্ট অফিস। অনলাইন পদ্ধতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তুফানগঞ্জ মহকুমা শাসক রোহন লক্ষীকান্ত যোশী সহ কুচবিহার জেলা মোটর ভিকেলস দপ্তরের আধিকারিক আশুতোষ রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ফিতে কেটে অনলাইন দপ্তর এর শুভ উদ্বোধন এর পাশাপাশি গাড়ি চালকদের হাতে প্রথম অনলাইন রশিদও তুলে দেন তুফানগঞ্জ মহকুমা শাসক ও আরটিও আধিকারিকরা।
অনুষ্ঠানের পর,কি বললেন মহাকুমা শাসক শুনে নিব আমরা।