নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিজের জন্মদিন বন্ধুদের নিয়ে কেক কেটে ফুর্তি করে পালন না করে চা বাগানের অসহায় শিশুদের হাতে দুপুরের আহার তুলে দিয়ে জন্মদিন পালন করলেন জটেশ্বর এডুকেশন সেন্টারের ইনচার্জ চয়নিকা রায়। এভাবে জন্মদিন পালন করে মানবিকতার পরিচয় দিলেন তিনি। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ফালাকাটা ব্লকের লক্ষীপুর চা বাগান এলাকায় প্রায় ১০০ জন শিশুদের হাতে খাবার তুলে দেন তিনি। এদিনের ওই খাবারের মেনু তে ছিল ভাত মাংস তরকারি পাপর ও চাটনি ইত্যাদি। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শাজাহান তালুকদার সহ অনেকেই।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার চা বাগানের অসহায় শিশুদের হাতে দুপুরের আহার তুলে দিয়ে জন্মদিন পালন করলেন...