জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের দালালদের দৌরাত্ম্য।

0
229

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের দালালদের দৌরাত্ম্য। বুধবার রাতে হাতে নাতে এক দালালকে ধরল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। জলপাইগুড়িতে ব্লাড ব্যাংক এ রক্তের আকাল চলছে। আর এই সুযোগেই রমরমিয়ে দালালরা ব্যবসা করছে বলে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অংকুর দাসের অভিযোগ। অন্যদিকে রক্ত বিক্রি করতে এসে ধৃত যুবক জানায় অন্য একজন ব্যক্তির কথামতো সে রক্ত বিক্রি করতে এসেছে। এক ইউনিট রক্ত সাড়ে ৭ হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছে। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়ায়। অপর এক দালাল মোবাইল ছেড়ে পালিয়ে যায়। অবশেষে কোতোয়ালি থানার পুলিশ দালালকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here