মনিরুল হক, কোচবিহার: ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় ট্র্যাক্টটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোচবিহার জেলার বক্সিরহাট থানার টাকোয়ামারি এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ট্রাকচালক ও খালাসী পলাতক হলেও, ঘটনাস্থলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ ঝাঁর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে দেহ উদ্ধার করে মর্গে নিয়ে যেতে চাইলে তাদেরকেও বাধা দেয় পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম নমল কান্তবর্মন (৮৫)। এদিন সকালে টাকোয়ামারি রায়ডাক নদী সংলগ্ন রিভার বেড থেকে বালু ভর্তি একটা লরি গন্তব্যস্থলে যাওয়ার সময় পথচারী ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ধাক্কা আওয়াজ পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে গেলে তার আগেই ট্রাকের ড্রাইভার এবং খালাসী সেখান থেকে গা ঢাকা দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।