তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান হলেন রূপক সরকার এবং ভাইস চেয়ারম্যান হলেন মধুসূদন রায়।

0
209

এিপুরা – তেলিয়ামুড়া, রাহুল দাসঃ- তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান হলেন রূপক সরকার এবং ভাইস চেয়ারম্যান হলেন মধুসূদন রায়।
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তেলিয়ামুড়া পুর পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাঙ্গিয়ে তোলা হয়েছিল টাউন হল চত্বরকে।
এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সহ-সভাপতি হরি শংকর পাল, উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মহাকুমার মাননীয় মহাকুমা শাসক সৈয়দ সাজ্জাদ পি শপথ বাক্য পাঠ করান তেলিয়ামুড়া পুর পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রূপক সরকারকে, এরপর একে একে অন্যান্যরা শপথবাক্য পাঠ করেন। চেয়ারম্যানের ইঁদুর দৌড়ে অনেকেই থাকলেও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পড়েছে বেশ কয়েকবারের কাউন্সিলর মধুসূদন রায় । তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আজ শপথ বাক্য পাঠ করলেন মধুসূদন রায়।
এদিন এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে স্থানীয় বিধায়িকা কল্যাণী রায় আশা প্রকাশ করেন নবনির্বাচিত তেলিয়ামুড়া পুর পরিষদ তেলিয়ামুড়া পুর এলাকার আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করবে, এর পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যেভাবে রাজ্যের মানুষ শুধু পুরপরিষদ সহ সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রাখেন সেইভাবে আগামী দিনে সবকা সাথ সবকা বিকাশ এর মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে গোটা রাজ্যের পাশাপাশি তেলিয়ামুড়াতেও নতুন উন্নয়নের দিগন্ত উন্মোচিত হবে। এদিন কল্যাণী রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা করতে গিয়ে বিধায়ক অতুল দেব বর্মা সহ অন্যান্য বক্তারা আশাবাদ ব্যক্ত করেন আগামী দিনে দেশের সরকার এবং রাজ্য সরকারের দেখানো পথ ধরেই নবনির্বাচিত তেলিয়ামুড়া পুর পরিষদ তেলিয়ামুড়া পুর এলাকার মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে আত্মনিয়োগ করবে। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তেলিয়ামুড়া বাসীর মধ্যে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here