নক আউট ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট দুবরাজপুরে।

0
473

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- মাদকের নেশায় আশক্ত হয়ে পড়ছে যুব সমাজ। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বীরভূম জেলার দুবরাজপুরের সাতকেন্দুরী স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। এই খেলা শুরু হয়েছিল গত ৪ ডিসেম্বর। মোট ৮ টি দল অংশ গ্রহন করেছিল। ফাইনালে মুখোমুখি হয় হেতমপুর আনিসুর একাদশ ও দুবরাজপুর রঞ্জন বাজার। ফাইনালে বিজয়ী হয় হেতমপুর আনিসুর একাদশ। বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ৯ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ৬ হাজার টাকা দেওয়া হয়। আজকের প্রধান অতিথি সেই চির পরিচিত বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তাঁর হাত দিয়ে আজ খেলার সুচনা হল। এদিন উপস্থিত ছিলেন সাতকেন্দুরী ওয়ার্ড কমিটির সভাপতি সনাতন পাল, দুবরাজপুরের তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি মানিক মুখার্জি সহ ক্রিকেট দলের সিনিয়র সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here