নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নদীয়া জেলায় নতুন করে আরও 12 টি প্রকল্পের উদ্বোধন করা হলো। এরমধ্যে উল্লেখযোগ্য পানীয় জল। এদিন নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক শেষে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক শুরু করে দিয়েছে। নদীয়া জেলার কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করলেন তিনি। বৈঠকের শুরুতেই তিনি নদীয়া জেলার জন্য আরো নতুন করে প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প। কল্যাণী এবং হরিণঘাটা তে বিশেষ করে এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। লক্ষ নদীয়া জেলার প্রতিটি ঘরে ঘরে যাতে পানীয় জল পৌঁছতে পারে। এই প্রকল্প গুলির যাতে অতি দ্রুত কাজ শুরু হয়ে যায় তার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।