নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রবল বৃষ্টিতে প্রতিটা মানুষ যখন নিজের পরিবারের সুরক্ষা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় পাঁচটি সন্তান ও তার মা লালি আটকে পড়ে , প্রবল দুর্যোগের বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম হয় l লালি শিমুরালি বিবেকানন্দ পার্কের সব পরিবার যখন মধ্যরাত্রিতে ঘুমায় ,তখন সে পাহারা দেয় প্রভুদের ধনসম্পত্তি। কিন্তু তার পাঁচ সদ্যজাত সন্তানকে নিয়ে, নিরাপদ আশ্রয়ের খোঁজ পাচ্ছিলো না, আর এই ঘটনা তে মর্মাহত হয়ে কুন্ডু পরিবারের, গৃহকর্ত্রী মানসী কুন্ডু, তার স্বামী কন্যাকে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজেই, ত্রিপল টাঙিয়ে অস্থায়ী নিরাপদ আশ্রয় তৈরি করে দেয়। ওই পরিবারের মেয়ে কনিকা কুন্ডু সোশ্যাল সাইটে সেই ভিডিও আপলোড করার মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি নদিয়া চাকদা থানার অন্তর্গত শিমুরালির
কে এই মনা?
কেন আপলোড করল এমন ভিডিও?
কি বলছে তার মা
শোনাবো আপনাদের।