নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিজেপি ও সিপি আই এম ছেড়ে তৃণমূল যোগ দিলেন প্রায় ১০০ টি পরিবার। বৃহস্পতিবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি এলাকায় অনুষ্ঠিত এক সভায় জটেশ্বর এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১০০ টি বিজেপি ও সিপি আই এম পরিবারের কর্মী সমর্থক নিজ দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। মূলত উন্নয়নের স্বার্থেই এই যোগদান বলে জানান তারা। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায়, আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেবজিৎ পাল। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পঙ্কজ রায় ছিলেন জটেশ্বর এক নং অঞ্চল যুব তৃণমূলের সভাপতি দিলীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।