নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুরের মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের এম্বুলেন্স ব্যবহার করে অবাধে চুরি-ছিনতাই লুটপাটের অভিযোগ। পলাতক অভিযুক্তকে গ্রেফতার করার দাবিতে গত বুধবার বিক্ষোভ গ্রামবাসীদের,তৃনমূলের পঞ্চায়েত সদস্যার স্বামির বিরুদ্ধে অ্যাম্বুলেন্সে মাদক পাচারের ও অভিযোগ স্থানীয়দের,বুধবার লক্ষা ২ নম্বর অঞ্চলে এম্বুলেন্স চালককে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদেরও ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের দাবি অভিযুক্ত শেখ আহমেদ সিপিআইএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য,এবং বর্তমানে তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্যা,শেখ আহমেদের বিরুদ্ধে চুরি, ছিনতাই একাধিক অভিযোগ রয়েছে,চুরির অভিযোগে বেশ কয়েকবার গ্রেফতার ও হন তিনি । বুধবার রাত্রে শেখ আহমেদ অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে ঢুকতেই ঘিরে ধরেছিলেন গ্রামবাসীরা, তাদের দাবি আতিয়ার অসুস্থতার দোহাই দেখিয়ে চম্পট দেন শেখ আহমেদ, আটক অ্যাম্বুলেন্স চালক গোপন তথ্য ফাঁস করে দেন সবার সামনে, এরপরই উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। আটক করেন অ্যাম্বুলেন্স, বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও হয়, পলাতক এর শেখ আহমেদ কে ধরতে চলছে তল্লাশি। মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান অভিযোগ প্রমাণ হলে ছাড় পাবেন না কেউই।অপরদিকে বিজেপির তমলুক সাংগাঠনিক জেলার সহ সভাপতি তপন ব্যানার্জী বলেন তৃণমূল দলটাই দুর্নীতিগ্রস্থ দল,সুতরাং তাদের নির্বাচিত প্রতিনিধিরা দুর্নীতি গ্রস্থ হবে এটা স্বাভাবিক
এদিকে বৃহস্পতিবার আটক অ্যাম্বুলেন্স চালককে পুলিশ বাসূলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কোভিদ টেস্টের জন্যে,এরপরে তাকে আদালতে তোলার প্রক্রিয়া চালু হবে বলে জানা যায়, ঘটনায় এলাকায় যথেষ্ঠ শোরগোল পড়ে গিয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা মাদক পাচারের কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে,ওমান...