নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আবারো দুর্ঘটনার কবলে মারুতি গাড়ি,নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ানজুলিতে, অল্পের জন্য রক্ষা এক শিশু, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার বেতলীয়ার ১১৬বি জাতীয় সড়কে, ঘটনায় জানা যায় কলকাতা থেকে সপরিবারে দীঘার উদ্দেশ্যে যাওয়ার পথে বেতলীয়ার কাছে এলে হঠাৎই এক শিশু সাইকেল চালাতে গিয়ে রাস্তার উপরে উঠে যায়, তখনই চালকের ওই শিশুটিকে প্রাণ বাঁচানো সম্ভব হলেও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজুলিতে, তবে গাড়িতে থাকা পাঁচজনের কোনো হতাহতের খবর নেই, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এলাকাবাসীরা, এরপর এলাকাবাসীদের তৎপরতায় এবং মহিলা থানার পুলিশের সহযোগিতায় ওই গাড়িটিকে উদ্ধার করা হয়, তবে এই ঘটনায় বেশ কিছুক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা মারিশদার বেতলীয়ায় দুর্ঘটনার কবলে মারুতি গাড়ি,নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল মারুতি গাড়ি,অল্পের...