জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মাল শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাজার রোডের একটি ভবনে ভাল্লুক নিয়ে চাঞ্চল্য ছড়ালো। ভবনের মালিক বিশ্বনাথ পোদ্দার, গৌরব পোদ্দার, বলেন বুধবার আমাদের পারিবারিক অনুষ্ঠান ছিল। বৃহস্পতিবার সকালে ডেকোরেটর কর্মীরা কাজ করতে এসে কোন জন্তুর উপস্থিতি টের পান আমরা ভবনের দরজা বন্ধ করে বন্যপ্রাণ বিভাগকে খবর দিই। মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। রেঞ্জ ওয়ার্ডেন দীপেন সুব্বা বলেন ভবনের ভেতরে ভাল্লুক রয়েছে। আমরাও উর্দ্ধতন মহলকে খবর দিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ।পরিবেশপ্রেমী সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনা স্থলে মালবাজার পুলিশ।