রেলে দুটি পা কাটা এক ব্যাক্তিকে হসপিটালে তুলে দেবার কাজ করল জলপাইগুড়ি শহরের কিছু যুবক।

0
180

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রেলে দুটি পা কাটা এক ব্যাক্তিকে হসপিটালে তুলে দেবার কাজ করল জলপাইগুড়ি শহরের কিছু যুবক।বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ী লোকাল ট্রেন আসার সময়ে হঠাৎ ই মোহিত নগর রেল স্টেশনে মাষকালাইবাড়ি এলাকার একব্যাক্তির দুটি পা কাটা পড়ে।সেই সময় কয়েক জন ট্রেন যাত্রী সেই আহত ব্যাক্তিটিকে গাড়িতে পা কাটা অবস্থায় জলপাইগুডি স্টেশনে নিয়ে আসে।এরপর grpf এর সহযোগিতায় এম্বুলেন্স না পেয়ে একটি মারুতি ভ‍্যানে জলপাইগুড়ি হসপিটালে নিয়ে যায়।যদিও কি কারণে এই ঘটনা তা তদন্ত শুরু হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here