প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- বৃহস্পতিবার সকালে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে ডোমজুড় থানা এলাকায় করণা সতর্কতার জন্য সমস্ত দোকানপাট বন্ধ থাকে। তেমনি আজ দোকানপাট বন্ধ থাকা এবং লোক সমাগম কম হওয়ার সত্বেও ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাঁকড়া দোতলা মোড়ের কাছে এক যুবক যখন সাইকেল চালিয়ে কাজ করতে যাচ্ছিলেন সেই সময় পিছন থেকে একটি লরি তাকে পিষে দেয়। এই দৃশ্য দেখে পথ চলতি সাধারণ ব্যক্তি গণ হতভম্ব হয়ে যায়। এরপর লরি চালক লরি নিয়ে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেওয়ার চেষ্টা করে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। লরি চালক ও খালাসির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। ডোমজুড় থানা পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। দলা পাকানো মৃত ব্যক্তির দেহটি প্রশাসন থানায় নিয়ে যায়। প্রশাসনের তৎপরতায় ঘটনাস্থলের জল দিয়ে পরিষ্কার করা হয়। এলাকার ব্যক্তিদের অভিযোগ টোটো চালক দের খামখেয়ালিপনা ও মিনিবাস যত্রতত্র দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় এলাকায় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ নাগরিকদের পথ চলা দুর্গম হয়ে দাঁড়ায়। যার ফলশ্রুতি হিসেবে এই মারাত্মক দুর্ঘটনার বলি হলো এক নিরীহ ব্যক্তি। তারা দাবি তোলে এ ব্যাপারে প্রশাসন সতর্ক হলে তাহলে এইভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব।