নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- সহায়ক মূল্য ধান বিক্রির ও সারের উপর কালোবাজারি প্রতিবাদ , জানিয়ে ডেপুটেশন দিল গাজোল ব্লক বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে গাজলের কিষাণ মান্ডি থেকে সহায়ক মূল্যে ধান বিক্রি ও সারের কালোবাজারি করা নিয়ে কিছু অসাধু চক্র কালোবাজারি করছে। আর এরই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিল গাজোল ব্লক বিজেপি নেতৃত্ব।পরে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়।