সাঁকরাইল ব্লক এর আশাকর্মীরা সরকারের কাছে নিজেদের দাবি-দাওয়া আদায়ের পন্থা হিসেবে করলেন বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ।

0
338

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সারা পশ্চিমবঙ্গ জুড়েই আশা কর্মীরা বিভিন্নভাবে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। সরকার তাদের বঞ্চিত করছে সেই দাবিতে তারা কোথাও পথ অবরোধ আবার কোথাও বিক্ষোভ দেখাচ্ছে শান্তিপূর্ণ ভঙ্গিমায়। এমনই আজ সাঁকরাইল ব্লকের বিভিন্ন আশা কর্মীরা তারা সাঁকরাইল হাজী এসটি মল্লিক গ্রামীণ হসপিটালে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে সাঁকরাইল রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন সরকারের দৃষ্টি আকর্ষণ এর উদ্দেশ্য। তাদের দাবি সরকার ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করছে। করোনা চলাকালীন নিজেদের জীবনকে বাজি রেখে তারা জনসেবায় নেমেছিলেন বীনা প্রশ্ন বাক্যে কিন্তু সরকার তাদের যে ইন্সেন্টিভ দেওয়ার কথা ছিল তা এখনো পর্যন্ত না পাওয়ায় তারা বঞ্চিত। এছাড়াও তাদের বেশ কতক দাবি-দাওয়া পশ্চিমবঙ্গ সরকার যাতে মানবিকভাবে দেখেন তার জন্য তারা বিক্ষোভ এবং পথ অবরোধের কর্মসূচি নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here