কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া এলাকায় মৎসজীবিদের জন‍্য মৎসজীবি ক্রেডিট কার্ড সংক্রান্ত সচেতনতা শিবির আয়োজিত হল ।

0
295

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মৎস্যজীবীদের ম‍ৎসচাষে আরো উৎসাহ দেওয়ার জন‍্য মৎস দপ্তরের পক্ষ থেকে শুক্রবার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া এলাকায় মৎসজীবিদের জন‍্য মৎসজীবি ক্রেডিট কার্ড সংক্রান্ত সচেতনতা শিবির আয়োজিত হল । এদিনের সচেতনতা শিবিরে রাজাভাতখাওয়া এলাকার ৩০ জন মৎসজীবি উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে মৎস আধিকারিক বীপুল মজুমদার , কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here