নদীয়ার শান্তিপুরে আত্মহত্যায় বাধা দেওয়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক হাঁসুয়ার কোপে জখম করলো বাধাদানকারী এক প্রতিবেশীকে।

0
229

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মানসিক ভারসাম্য হীন এক যুবকের হাতে হাসুয়া‌ কোপ আহত হয় এক প্রতিবেশি । যা‌ নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শান্তি পুরের ২৩ নং ওয়ার্ডের কাজি পাড়ায়। স্থানীয় সুত্রে খবর সঞ্জয় সেখ মানসিক ভারসাম্য হীন ,বাড়ির সকলকে হাসুয়া‌ দিয়ে তাড়া করে মাঝেমধ্যেই। আজ ফাঁকা বাড়িতে বাড়ির বারান্দায় চেয়ারে দাঁড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ঠিক তখন প্রতিবেশি সাহারুক‌ সেখ সঞ্জয়ের আত্মহত্যা করছে দেখে বাড়ির গেট খুলে তাকে বাঁধা দিতে যায়‌ ঠিক সেই সময় পাশে ছিল হাসুয়া দিয়ে আঘাত করে সাহারুক ঠেকাতে গেলে হাতে আঘাত লাগে পাঁচ টি সেলাই হয় যা‌ নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এর আগেও একাধিক মানুষ মারধর করে পাড়ার লোকজন অতিষ্ট যদিও সঞ্জয়ের ( লতিব‌ উদ্দিন সেখ) বাবা মা বলছে ছেলে আমার মানসিক ভারসাম্য হীন তবে চিকিৎসা করি ঘটনা স্থলে পুলিশ আসে পরে পুলিশ সঞ্জয় ওরোফে লতিপ‌ উদ্দিন সেখ ছেড়ে দেয় পুলিশ সুত্রে খবর তবে এবিষয়ে শান্তিপুর থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here