নিখোঁজ ভাল্লুকের খোজে ডামডিমের গুডহোপ চাবাগানে তল্লাশি বনদফতরের।

0
287

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার মালবাজারের ১১ নম্বর ওয়ার্ডের একটি ভবন থেকে উদ্ধার হয়েছিল একটি অপ্রাপ্তবয়ষ্ক ভাল্লুক। খোঁজ মেলেনি ভাল্লুক শাবকের মায়ের। গতকাল থেকেই সেই ভাল্লুকের তল্লাশি চলাচ্ছে বনদফতরের বন্যপ্রাণ বিভাগ। গতকাল রাতে মালবাজার সংলগ্ন ডামডিম এলাকার গুডহোপ চাবাগানের কাছে একটি বাড়িতে ভাল্লুকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আজ সকালে সেই বাড়িতে গিয়ে বনকর্মীরা ভাল্লুকের পায়ের ছাপ দেখতে পান। অনুমান করা হচ্ছে ভাল্লুকটি গুডহোপ চাবাগানের কোথাও লুকিয়ে আছে। ভাল্লুকটির খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। বনদফতরের আশা খাবারের লোভে ভাল্লুকটি লোকালয়ে আসবেই। আর তারপরেই ভাল্লুকটিকে ধরা সম্ভব হবে। সব দিক থেকেই সচেতন রয়েছে বনদফতর।
উল্লেখ্য বৃহস্পতিবার ডুয়ার্সের মালবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডের একটি ভবন থেকে উদ্ধার হয় একটি ভাল্লুকের শাবক। এই ঘটনায় মাল শহর এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। ভাল্লুকের শাবকটিকে ট্র্যাংকুলাইজ করে নিয়ে যাওয়া হয়েছে ন্যাওড়াভ্যালী জাতীয় উদ্যানে। সেখানে শাবকটিকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here