নিজের জীবন বাজি রেখে স্বাস্থ্য পরিষেবা দেওয়া আশা কর্মীরা আন্দোলনকৃত বকেয়া টাকা পাচ্ছেন একশো দুশো এমনকি একশো পঞ্চাশ টাকা করে।

0
280

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া স্বাস্থ্যকর্মীরাই ব্রাত্য, সরকারি সুযোগ-সুবিধা থেকে। করোনার ভয়াবহতা কে উপেক্ষা করে নিজের পরিবারকে অসুরক্ষিত রেখেই সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া আশাকর্মীরা দীর্ঘদিনের বকেয়া টাকা আদায় করতে সরকারি অফিসের সামনে ধরনা দিয়ে লাগাতার একবছর আন্দোলনে মিলেছিলো সরকারি প্রতিশ্রুতি। যদিও তা মঞ্জুর হয় কখনো 50, কখনো 100, এমনই অনিয়মে ঢুকছে টাকা । কেন্দ্র ও রাজ্যের এ বিষয়ে নেই কোনো হেলদোল। একে অন্যের বিরুদ্ধে দোষারোপের তরজা শুরু করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন আশা কর্মীরা। খরা বন্যা উপেক্ষা করে পরিষেবা দেওয়ার পাওনা টাকা বেহিসাবি ভাবে পেয়ে তারা ক্ষুব্দ। এমনকি করণা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের এক লক্ষ টাকা প্রদান করা সরকারি প্রতিশ্রুতি পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে ।আর এই কারনেই আজ সারা রাজ্যের অন্যান্য জেলার মত নদিয়ার কৃষ্ণনগরে আশা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here