পাকা ধানে কল ইন্দাসের চাষীদের মাথায় হাত।

0
196

আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ অঞ্চল অকাল নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিতে ভাসছে। বিস্তীর্ণ অঞ্চলে বহু ধান জমিতে এখনো জল থই থই অবস্থা।
কোথাও কোথাও বিঘার পর বিঘা জমির কাটা ধান ভাসছে জলে। ইন্দাস ব্লকের করিশনুডা এলাকার চাষীরা জানান অনেক আগেই বিঘার পর বিঘা ধান অজানা রোগে নষ্ট হয়ে গেছে। এরপর এই অকাল বর্ষনের ফলে পাকা ধান এখনো জলে ভাসছে।পাকা ধান অনেক দিন জলে ডুবে থাকায় ধানে কল বেরিয়ে গেছে। সেই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুনডা অঞ্চলে। ধানে কল বেরিয়ে যাওয়ায় ধান লাল হয়ে যাবে। এই লাল ধান কেউ কিনতে ঢাইবে না। এরফলে ধান চাষীদের ব্যপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।ধানক্ষেতের অবস্থা তাছাড়া জল থেকে তুলে ডাঙ্গায় নিয়ে এসে ঝাড়াই করতে যে খরচ হবে তাতে খরচ উঠবে না।
এখন সরকারই ভরসা যদি কিছু সাহায্য সহযোগিতা করেন তবেই পরবর্তী চাষ এবং সংসার প্রতিপালন করতে পারব নয়তো কি যে হবে ভেবে পাচ্ছিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here