সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – শুক্রবার সকালে প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার পুলিশের উদ্যোগে পালিত হল “মানবাধিকার দিবস”।এদিন বিশেষ পদযাত্রার মাধ্যমে মানবাধিকার দিবস পালনের পাশাপাশি যাতে করে মানবাধিকার লঙ্ঘিত না হয় সেদিক দিয়ে নিজ নিজ অধিকার সম্পর্কে বিশেষ সচেতনতা করা হয়।
এছাড়াও এলাকার অধিকাংশ মানুষজন জঙ্গলের উপর নির্ভরশীল।দিন আনা দিন খাওয়া পরিবার গুলো অসহায়কে অবলম্বন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।সেই সমস্ত দুঃস্থ অসহায় পরিবারগুলো কে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ প্রশাসন ও ‘গুঞ্জ’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।
পদযাত্রা শেষে এদিন ঝড়খালি কোষ্টাল থানার গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার ৩০ জন দুঃস্থ অসহায় এবং প্রতিবন্ধীদের হাতে শীতের কম্বল,মুসারী এবং মাস্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার অসংখ্য স্কুল ছাত্র ছাত্রী সহ উপস্থিত ছিলেন ঝড়খালি কোষ্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারী প্রদীপ রায়,স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জের সদস্য প্রশান্ত সরকার,পলাশ তরফদার,রামপ্রসাদ সরকার সহ এলাকার অন্যান্য বিশিষ্টরা।