আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আশা কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পথ অবরোধ করে এছাড়াও ডেপুটেশন দিলেন ইন্দাসব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে। করোনা আবহের সময় থেকে দীর্ঘ ছয় থেকে সাত মাস বেতন বন্ধ। এমনটাই জানাচ্ছেন আশা কর্মী রা। তারা একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ ও মিছিল করে বাঁকুড়া ইন্দাস ব্লক থেকে ইন্দাস স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত।
এই বিষয় নিয়ে এক স্বাস্থ্য কর্মীর কাছে প্রশ্ন করলে তিনি জানান।
তাদের যে দাবি-দাওয়া দীর্ঘদিন ধরে বেতন বন্ধ সহ তারা লাঞ্ছিত বঞ্চিত বিভিন্ন ক্ষেত্রে কাজের অসুবিধা , সহ অন্যান্য দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।