মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাতিলের দাবিতে এবার আন্দোলনে নামলে ছাত্রীরাও।

0
239

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সঠিকভাবে পড়াশোনা না হ‌ওয়া‌য় মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে না চেয়ে স্কুল পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভ দেখাল জলপাইগুড়ি‌র বিভিন্ন স্কুলের ছাত্র‌ ছাত্রীরা।

প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানায় ছাত্র‌ ছাত্রীরা। এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখায় তারা Di অফিসের সামনে।
অভিযোগ করোনা পরিস্থিতির জন্য সিলেবাস‌ই কমপ্লিট হয়নি। এই পরিস্থিতি‌তে টেস্ট পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট কার‌ও ভাল হবে না। ছাত্র‌ ছাত্রীদের অভিযোগ, করোনা পরিস্থিতি‌তে বিদ‍্যালয় বন্ধ থাকায় ঠিকমতো পড়াশোনা করতে পারেনি তারা। স্কুলগুলোতে অনলাইনে‌র মাধ্যমে ক্লাস হলেও ঠিকমতো পড়াশোনা হয়নি। এই অবস্থায় ছাত্র‌ ছাত্রীরা পরীক্ষা দিলে রেজাল্ট একেবারেই ভালো হবে না বলে মনে করছে তারা । শুক্রবার জলপাইগুড়ি‌র সোনাউল্লা বিদ্যালয়, ফণীন্দ্রদেব বিদ‍্যালয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও জেলা স্কুলের , সদর উচ্চ বালিকা বিদ্যালয় সোনালী গার্লস এর ছাত্র‌ ছাত্রীরা অংশ নেয় বিক্ষোভ আন্দোলনে। পরীক্ষার্থীদের দাবি টেস্ট পরীক্ষা ছাড়া‌ই তাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব‍্যবস্থা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here