মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল ছাত্র ছাত্রীরা। আন্দোলন আজ দ্বিতীয় দিনে পা দিলো।

0
214

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল ছাত্র ছাত্রীরা। আন্দোলন আজ দ্বিতীয় দিনে পা দিলো।

গতকালের পর আজও মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিলের দাবীতে আন্দোলন অব্যাহত। এবার আন্দোলনে সামিল ছাত্রীরাও।

গতকালের পর আজ ফের আন্দোলনে পরীক্ষার্থীরা। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি ডি আই অফিসে অবস্থান বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। তাদের দাবী লিখিত আকারে জমা দেয় ডি আই কে। এরপর তারা ডি আই অফিস থেকে চলে যায় জলপাইগুড়ি কদমতলা মোড়ে। সেখানে পথ অবরোধ করে।

অপরদিকে একই দাবীতে আন্দোলন ছড়িয়েছে গ্রামে। এদিন জলপাইগুড়ি বেলাকোবা গার্লস স্কুলে অবস্থান বিক্ষোভ করে বেলাকোবা তে পথ অবরোধ করে স্কুলের ছাত্রীরা।

ঘটনায় ডি আই বালিকা গোলে জানান প্রয়োজনে স্কুল গুলি পরীক্ষার দিন পরিবর্তন করতে পারে। কিন্তু আগামী ৩১ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর টেস্ট পরীক্ষা শেষ করতে হবে। সেই ব্যপারে স্কুল গুলিকে বলা হয়েছে। কিন্তু কোনও ভাবে পরীক্ষা বাতিল করার এক্তিয়ার তার নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here