নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- রিলায়েন্স ফাউন্ডেশন এর উদ্যোগে ১০ ডিসেম্বর ২০২১ তারিখে নদীয়া জেলার রানাঘাট ২ ব্লকের বৈদ্যপুর গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে উদ্যোগ বিকাশের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। মূলতঃ ক্ষুদ্র বিনিয়োগ পরিকল্পনা তৈরি, ব্যাংক ঋণ এর ব্যবহার, স্কিল ট্রেনিং এর সুযোগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন সংস্থার রিসোর্স পার্সন রাজকুমার লস্কর এবং সুজয় ব্যানার্জি। পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন রোজগারি কাজের ওপর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এস ও এস চিলড্রেন ভিলেজ, কলকাতা শাখার প্রতিনিধি দের নিয়ে একটি এক্সপোজার ভিজিট অনুষ্ঠিত হয়। এস ও এস চিলড্রেন ভিলেজ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুমন ব্যানার্জি এবং সুধা কল সহ সংস্থার পরিবার সশক্তিকরণ কর্মসূচির উপভক্তারা। সুমন ব্যানার্জি এই মনোজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করার জন্য রিলায়েন্স ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান।